আমাদের  ছোট গ্রাম
  কপোতাক্ষ তীরে
ছোট ছোট নাও গুলি
  ভাসে তার নীরে।


সারাদিন  ডিঙি নায়ে
    মাছ ধরে জেলে
পাঁকে চেয়ে থাকে বক
  আঁখি দু'টি মেলে।


ছোট ছোট মাছ গুলি
   ঝাঁক বেঁধে চলে
তাক  করে  মাছরাঙ্গা
   ঝাঁপ দেয় জলে।


পার  হতে  পথচারী
  খেঁয়া ঘাটে ছোটে
গৃহবধু  কাঁখে  জল
  নদী তীরে ওঠে।


কিনারায় ভাটি গাছ
   ভরা ফুলে ফুলে
ভেজা শাড়ী গায়ে বধু
  চলে হেলে দুলে।


আম গাছ জাম গাছ
  আছে সারি সারি
মাঝে মাঝে নারিকেল
     তাল  সুপারী।


নদী চরে ধান ক্ষেত
    শ্যামল বরণ
রূপ তার করে মোর
     হৃদয় হরণ।


মায়াময়  গ্রাম খানি
  ফুলে ফলে ভরা
যেন  কোন  শিল্পীর
   হাতে রং করা।


এমন  সোনার  গাঁয়ে
  সবে মিলে থাকি
হৃদয়ের  ক্যানভাসে
  তারি ছবি আঁকি।
      ------------------