স্মৃতিময় দিন গিয়েছে ঝরে
     ঝরা বকুলের মত
রয়েছে  কেবল  রিক্ত  স্মৃতি
      হৃদয়ে শত শত।


সেজেছিল যে পুষ্প  সাজে
   বিদায় দিয়েছি তাকে
রয়েছে  তবু  রক্তিম  আভা
     কৃষ্ণ চূড়ার  শাখে।


আকাশে আছে অভিমান ভরা
     নীলিমার কালো ছায়া
বারবার যেন  মনে পড়ে সেই
      হারানো দিনের মায়া।


চৈত্র দিনের এলোমেলো বায়ে
     তুমিই এসেছো ভাসি
  বৃক্ষরাজিরা  করিল  প্রনাম
        পত্রে পুষ্পে হাসি।


কাল বোশেখের তান্ডব নিয়ে
    তুমিই এসেছো তেড়ে
হৃদয়  পাতার   মলিন  স্বপ্ন
    তুমিই নিয়েছো কেড়ে।


অতীত ভুলে আমাদের মন
    আবার আশায় ভরি
সোনালী আলোর সূর্যোদয়ে
        বর্ষবরণ  করি।
   -------------------