অন্তরে  মোর   বিষাদ  সিন্ধু
       বেদনার  বালুচর
দুখের  সংগে  সন্ধি  আমার
      তারই উঠানে ঘর।


আষাঢ় শ্রাবণ মনেতে প্লাবন
      প্রাণেতে  বন্যা বয়
বর্ষার সাথে মোলাকাত তাই
      শীতেও  বৃষ্টি  হয়।


আমার  সুখে  দুঃখের  নাকি
    প্রাণটা ব্যথায় কাঁদে
আমাকে  তাই  কাঁটা  শয্যায়
    বাহুর ডোরেতে বাঁধে।


ঘাসের ডগায় বাসর আমার
      যেথায় দুখের বাস
বরে সে আমায় বরণ ডালায়
       মালিকা দূর্বা ঘাস।


তোমার বাসরে সুখের আসরে
       সুখপাখি গায় গান
অন্তরে মোর ক্ষণে ক্ষণে বাজে
       বেদনার বুনো তান।


আমার দুখের  সংসার মাঝে
       কষ্টেরা করে ভিড়
তোমার স্মৃতির বালুচরে গড়ি
     আমার ব্যথার নীড়।
        --------------