তোমার তরে করতে পারি
    সবকিছু মোর দান
দিতে  পারি  তোমার তরে
   জানটাকে কোরবান।


তুমি আমার মনের খাঁচায়
     পোষা ময়না পাখি
তোমার তরে কাঁদতে পারে
    আমার যুগল আঁখি।


তুমি  আমার  পূর্ণিমা চাঁদ
    আমার আঁধার ঘরে
রাখবে তুমি ঘরটি আমার
    এমনি আলো করে।


তোমার লাগি সুখ পাখিটা
     আনবো আমি ধরে
মন  ময়ূরী   পেখম  তুলে
     নাচবে সুখের ঘরে।


শুক তাঁরাটা দেখবে চেয়ে
    তোমার সুখের ঘর
সুখে  দুখে থাকবো মোরা
     কেউ হবোনা পর।


তুমি  আমার   দুখের  ঘরে
       সুখ স্বর্গের চাবি
রইবে নাকো আমায় ছেড়ে
     এইটুকু মোর দাবী।
    -------------------