আজিকে যখন বসে আছি একা
         জীবন নদীর বাঁকে,
   সন্ধ্যা  তাঁরা উঁকি  দিয়ে  যায়
       হাজার তাঁরার ফাঁকে।


অতীতের মাঝে বাধা পড়ে আছে
       এই  না  অবোধ  মন,
তাই স্মৃতি পটে শুধু জেগে উঠে
        তারই ছায়া অনুক্ষণ।


শৈশবে   ছিল   আপন   জন
     পিতা-মাতা ভাই-বোন,
কৈশোরে এসে জেনেছি আপন
    সাথী, সহপাঠী,প্রিয়জন।


   শিক্ষাঙ্গনে  অবসর  ক্ষণে
         বন্ধুরা মিলে বসি,
গল্পে মেতেছি আড্ডা জমিয়ে
      করিয়াছি হাসা হাসি।


ছুটির  প্রহরে  অলস  অবসরে
      ভাবিতাম কত কথা,
বন্ধু  বিরহে  মনেতে  বাজিত
         দারুণ মর্মব্যথা।


এমনি করিয়া কাটিয়াছে দিন
        শিক্ষা নিকেতনে,
ছাড়িয়া গিয়াছি সকল বাঁধন
       ভাগ্য গড়ার টানে।


   শিক্ষা  জীবন  করি  সমাপন
          ছাড়িয়া সকল বন্ধু,
ভাবিয়া বিভোর পুঁজি আছে মোর
         একটি বিষাদ সিন্ধু।


বন্ধুর  দান  চির  অম্লান
           নেই তাতে কোন ফাঁকি,  
রাখিব  যতনে  যথাস্থানে
              যতকাল বেঁচে থাকি।


  ভাগ্য  গড়িতে  করিয়া  সাধন
      ভাগ্য দ্রষ্টা দিলেন বর,
কেউ অফিসার, কেউবা সেবক
     মানুষ গড়ার কারিগর।


অস্ত  গিয়াছে  আজিকে  যখন
      সোনালী দিনের রবি,
স্মৃতির আকাশে যারা শুকতাঁরা
      তাহাদের কথা ভাবি।


   সবই  আছে  তেমনি  মধুর
        কোথাও নেই ফাঁকা,
চেয়েছি যাহারে রাখিতে যেখানে
       যায়নি তাহারে রাখা।


জ্ঞানে আর গুনে যশ সম্মানে
     ভূষিত হয়েছো ভাই,
তাই বলে কি হারানো স্মৃতি
      চারণ করিতে নাই?


   রক্ত মাংসের মানুষ আমরা
         সবই তেমনি আছে,
    ব্যবধান  শুধু  এই টুকু  যে
         মনটা বদলে গেছে।


কেউবা চড়িছে মারুতি গাড়িতে
        কেউবা চলিছে হেটে,
কারো  পাঁচ তলা  ইটের  দালান
       কারো বাড়ি ঘর মেটে।


তোমরা আজিকে সমাজ শিখরে
        স্থান পেয়েছো ভাই,
তোমাদের সাথে তাই বুৃঝি আজ
        অভাগার জুড়ি নাই।
    
   তোমরা  যেখানে  অধিষ্ঠিত
        সেখান হইতে আর,
  পাবেনা সময় মুখটি ফিরিয়ে
        পশ্চাতে তাকাবার।


তাই  সবিনয়ে  করি  অনুনয়
       চাহিনা করুণা দান,
রাখিও স্মরনে এতটুকু দাবী
      করিওনা বলিদান।
       ----------------------------