আমার মনের চিলেকোঠায়
      ছোট্ট সুখের বাস
কোকিল ডাকে সেথায় বসে
     এলে ফাগুন মাস।


আমার  ঘরে  বসত  করে
     দুখের দুয়ো রানী
দুঃখ  ভরা  জীবনে  তার
    ঝরে চোখের পানি।


আমার বাড়ির  চারি ধারে
     অশান্তিতে ঘেরা
বাহিরে  তার  শান্তি  রানী
    করে ঘোরা ফেরা।


দুঃখ আমায় আগলে রাখে
    সুখ থাকে যে দূরে
দুঃখ  শোনায়  রাগিণী  তার
     অতি করুণ সুরে।


সারা  বছর  দুখের  সাথে
     আমার  বুঝাপড়া
দুুঃখ  টাকে  মেনে  নিয়েই
    সুখের কবর খোঁড়া।
     -----------------