শীতের বুড়ি বিদায় নিয়েছে
     চাঙ্গা  হয়েছে  মন
ফাগুন এসে  জানিয়ে দিল
    আসিয়াছে শুভক্ষণ।


অগ্নি ঝরানো দখিনা সমীর
      বইছে আপন মনে
মর্মর ধ্বনি উঠিছে বাজিয়া
      সহসা বেনুর বনে।


পুষ্প পল্লবে সাজানো শাখী
   বাতাসে দিয়েছে দোলা
আম্র কাননে বসিয়াছে তাই
      মধুপের সুর মেলা।


মধুর তানে গাইছে কোকিল
      মন মাতানো ছন্দে
নেবুর ফুল করেছে আকুল
      মৌ মৌ তার গন্ধে।


ফাগুন এসেছে বনে ও মনে
        সুর ও ছন্দ নিয়ে
প্রকৃতি  তাকে করিল  বরণ
       রক্ত পলাশ দিয়ে।