শুয়ে আছি বিছানাতে
                জানালার পাশে
স্বপনেতে গেছি উড়ে
               অজানার দেশে।


উড়ে গেছি তাকে নিয়ে
             যাকে ভালোবাসি
নয়নে নয়ন রেখে
             আকাশেতে ভাসি।


আকাশের নীল পথ
                   শীতল ছায়া
ভুলে যাই দু 'জনেই
                  মাটির মায়া।


নেমে দেখি এক দ্বীপে
                নেই লোকজন
কপোত কপোতী শুধু
               মোরা দুটি মন।


পিপাসায় দুটি আঁখি
                 ছলছল করে
জুড়াই তৃষিত প্রাণ
              সাগরের নীরে।


শামুকের মালা গেঁথে
                 করেছি খেলা
সাগরের আঙিনায়
             বসে সারা বেলা।


তারপর   বিনিময়
                করেছি  যখন
ঢেউগুলি   আড়চোখে
              দেখেছে  তখন।


লজ্জায় রাঙা হয়ে
             মুখ  নিয়ে পিছে
চোখ মেলে তাকাতেই
              সব দেখি মিছে।