সুজলা সুফলা শস্য শ্যামলা
                       মাতৃ ভুমি বাংলাদেশ
ফুলে -ফলে আর গানে গানে ভরা
                      নেইকো তোমার শেষ।


শত  নদ-নদী  শত  বিল-খাল
                            তুমিই বক্ষে ধরি
মাতৃ  স্নেহে  করিয়াছ  লালন
                         সারাটা জনম ভরি।


তোমার বুকের শ্যামল মাটিতে
                       সোনার ফসল ফলে
তাইতো বুঝি তোমাকে সবাই
                       সোনার বাংলা বলে।


তোমার বুকের বাগ বাগিচায়
                       নানান ফুলের মেলা
দোয়েল -কোয়েল শালিক -শ্যামা
                     গান করে সারা বেলা।


মায়ার  বাঁধন  চির  অম্লান
                       সোনার বাংলা তুমি
তোমার বুকেতে জন্ম আমার
                      তুমি মোর জন্ম ভূমি।