সাধ  যে  আমার  কবি হবো
      কিন্তু কেমন করে?
লিখতে গিয়ে কাব্যে আমার
       ছন্দ পড়ে ঝরে।


শব্দ  গুলো  এলো মেলো
       ছন্দ  নাহি  হয়
কেমন করে শিখবো আমি
      কাব্য কারে কয়?


গদ্যে  আমার  মন  ভরেনা
     কেমনে লিখি পদ্য
ভাবনা  গুলো  ছন্দ  পতন
       কবি আমি সদ্য।


জানিনা তো  মাত্রা  হিসাব
      জানিনা তো ছন্দ
লিখতে গেলে মনের মাঝে
      আসে দ্বিধা দ্বন্দ্ব।


কেমন করে আঁকবো আমি
       কাব্য দিয়ে ছবি
  কেমন  করে  হবো  আমি
     স্বপ্ন সাধের কবি?


      ----------------