গাঁও গেরামে বাড়ি আমার
     গাঁয়ের মাঝে বাস
শীতের দিনে হয় যে হেথা
    খেজুর গাছের চাষ।


আমার গাঁয়ের চারি ধারে
      আনাচে কানাচ
যেদিকে চাই আছে সেথা
     লম্বা খেজুর গাছ।


খেজুর গাছের মাথায় উঠে
      গাছি  দিয়ে  ঝুল
এক  ধারেতে ফেলে কেটে
     তারই  এলো  চুল।


ব্যাথা পেলেও হাসি ফোটে
    খেজুর গাছের মুখে
অশ্রু  ঝরে  দু'চোখে  তার
    জানিনা কোন দুখে।


সাঁঝের আগে ঠুঙ্গি কাঁধে
    গাছি  ফেরে  বাড়ি
গাছের মাথায় দড়ি বেঁধে
    পেতে রসের হাঁড়ি।


মিষ্টি  তার চোখের  জল
     হাঁড়ি পেতে ধরে
শীত সকালে মুড়ির সাথে
   অনেকে পান করে।


খেজুর রসের নলেন গুড়
       ভারি  মজাদার
নানান ধাঁচের রসের পিঠা
      বাহারী   খাবার।


এমন মজার খেজুর গাছে
     ফল  যখনই  ধরে
মধু  মাসে  পাকা  খেজুর
    সবাই আহার করে।


মায়ের সমান গাছকে মোরা
      সবে  যতন  করি
আষাঢ় মাসে খেজুর চারা
    সবাই রোপন করি।
      ----------------