মায়ের কোলে মাথা রেখে
খোকা শুধায় মাকে,
মাথায় অনেক প্রশ্ন আসে
জিগাই বল কাকে?


আকাশ কেন উদার এমন
সাগর কেন নীল?
হাতের রেখা  কারো সাথে
হয়না কেন মিল?


কণ্ঠের  কেন  মিল  হয়না
কারো কণ্ঠের সাথে?
হাতের  লেখা  হয়না কেন
একই সবার হাতে?


মানুষ  কেন  সাদা  কালো
রক্ত কেন লাল?
কারো  কথা মিষ্টি  আবার
কারো কেন ঝাল?


আগুন কোথায় থাকে বল
ঘসা দিলেই আসে,
মেঘের ভেলা  কেমন করে
আকাশেতে ভাসে?


রাতের  বেলা   চন্দ্র  উঠে
সূর্য্য কোথায় যায়?
জোনাকীরা   মিটি   মিটি
আলো কোথায় পায়?


সকল  গাছের পাতা সবুজ
ফুল কেন এক নয়?
সব   জীবেরই   দুগ্ধ  সাদা
কেমন করে হয়?


আম্মু বলেন,শোনরে খোকা
শুকরিয়া তাঁর শানে,
এসব   কিছুর   স্রষ্টা কেবল
আল্লাই সব জানে।
----------------