কবিতার কথা কলি কবিদের চয়নে
           কল্পনা জেগে ওঠে তাদেরই নয়নে।
আপন ভাষায় ভরা শব্দের কারুকাজ
       কথার মালায় গাঁথা কবিদের বড় কাজ।


গদ্যের সৃষ্টি তো কবিদের কাজ না
              তাল লয় ছন্দ কবিতারই বাজনা।
শব্দরা ঘুরে ফেরে কবিতার পাতাতে
          ছন্দরা দোল খায় কবিদের মাথাতে।


ছন্দের গয়নায় শব্দকে  সাজিয়ে
            লিখে যান কবিরা ছন্দটা বাজিয়ে।
যতই  সুচারু  হবে  শব্দ  চয়ন
            কেড়ে নেবে ততটাই পাঠক নয়ন।


       এই ভাবে সৃষ্টি কাব্যিক ভাবনার
        রসময় কাব্য কবিদের সাধনার।
          -------------------------