---------- কুড়িটি  বসন্ত  পরে
আবার  তুমি  এলে    সেই ঘন কুন্তলে
             আমারই মনের ঘরে।


           তোমার গোলাপী অধরে
নিয়ে  সেই  হাসি      তুমি দাড়ালে আসি
              আমারই পথের পরে।


               খয়েরী বসনে ধীরে
পাশে তুমি এলে   আমাকে জড়িয়ে নিলে
            তোমারই বাহুতে ঘিরে।


            বসিয়া তোমার পাশে
খুব কাছা কাছি     ভক্তিতে চেয়ে আছি
             যাহাতে কামনা নাশে।


                 পিপাসিত  অন্তরে
তোমারই হাতখানি    যতনে নিয়াছি টানি
              আমারই হাতের পরে।


               দীপ্ত  বাসনা  মনে
তবু ব্যর্থ অধিকারে      চাইনি তোমারে
              পাইয়াও  কুঞ্জবনে।


                 ------------------------