লজ্জা আমারে নির্বাক করে
    রুধিবো কেমন করে
বোনের  বাসর  শয্যা  যখন
     সাধুর পালঙ্ক পরে।


বেকারত্বের অভিশাপে বাঁধা
      আমার রক্ত নালী
অর্থ  পিশাচ  হায়েনার  দল
     দুহাতে বাজায় তালি।


বিধবা  নারীর  দুঃখ ঘোচাতে
        খাটায় রাত্রি দিন
অবশেষে তাকে শয্যায় গিয়ে
       শুধিতে হয় সেঋণ।


দরিদ্র স্বামীরা  কর্মের খোঁজে
       লুটায় সাধুর পায়ে
মিছে ছলনায় কারাবাসে যায়
      মিথ্যে দেনার দায়ে।


হায়রে লজ্জা! মানবতা মোর
       কণ্ঠ  রুদ্ধ  করে
গৃহবধু  যবে  ক্ষুধার জ্বালায়
     লজ্জাকে বাজি ধরে।
       ---------------