মানব  রূপে  জন্ম এ ভবে
      সৃষ্টির মাঝে সেরা,
জীবন যদি হয় গো তোমার
       পুণ্য কর্মে ঘেরা।


  সময় তোমার নয়তো দীর্ঘ
         স্বল্প আয়ুষ্কাল,
  কর্মই তোমায় করবে অমর
       চিরদিন চিরকাল।


  পুষ্পের ন্যায়  গড়বে জীবন
       সুবাস বিলাতে পরে,
  সুর্যের  মত  ছড়াবে  আলো
        সারা দুনিয়া ভরে।


  জন্ম  তোমার  নয়তো  কভু
        শুধুই নিজের জন্য,
  পরের হিতে বিলাও নিজেকে
       জীবন হবে যে ধন্য।
      ------------------