ঐ  যে  দূরে  নদীর  পরে
    দাঁড়িয়ে আছে পুল
সবাই সমান তাহার কাছে
   নাই ভেদাভেদ কুল।


এক ধারে তার সবুজ বন
      অপর ধারে হাট
নিচে তাহার শান বাঁধানো
     দুইটি আছে ঘাট।


কত  মানুষ  চলে  তাহার
     বুকের উপর দিয়া
যোগ  করিছে  নিখুঁত  যেন
     দুইটি তটের হিয়া।


   পল্লী  বধু  যায়  যখনি
      পরে  নিলাম্বরী
তাহার নিচের কচুরিপানা
     যায় শরমে মরি।


বিকেল বেলার হাওয়া খেতে
      অনেক মানুষ এসে
মনের  কথা  যায়  জানিয়ে
       তাহার বুকে বসে।


সাঁঝের  পাখি  দলে  দলে
      ফেরে যখন বাড়ি
সবাই  তখন  আপন  মনে
    পুলটাকে যায় ছাড়ি।


দুঃখ  করে  পুলটা  তখন
     বলে একটু বসো
নইলে আবার সবাই মিলে
    কাল বিকেলে এসো।