পথের ধারে অট্টালিকার মুক্ত বাতায়নে
বসেছিল এক  ষোড়শী একা আনমনে।
  
নয়নে কাজল আঁকা আঁখি দুটি তার
ঠিক যেন  বনলতা  রূপসী বাংলার।


ঘন  কুন্তলে  ঢাকা কপোলে তিলক আঁকা
গোলাপি বদন খানি অধরেতে হাসি মাখা।


হেটে হেটে যেতে যেতে তার দুটি চোখ
বিধিল  আমার  চোখে  হেরি  অপলক।


দুষ্টুমি  ভরা  ছিল তার আঁখি দুটি
সম্বিত ফিরে এলে চমকিয়া উঠি।


কি  জানি  কি  ঘটেছিল জানিনা তখন
পরে বুঝি আমাতে আর নেই এই মন।


এই  ভাবে  মন  চুরি  হয়ে  গেল  মোর
ভাবিতে ভাবিতে তাই নিশি হলো ভোর।
       --------------------------