আমার মনের নীল আকাশে
       তুমি নিশির চাঁদ
তোমার  রূপের  চন্দ্র  প্রভায়
      হই আমি উন্মাদ।


নিঝুম রাতে মনটা আমার
    তোমার প্রতিক্ষায়
কখন তোমার ঝরবে হাসি
    আমার জানালায়।


প্রতি রাতে  আসতে তুমি
     একটু দেরী করে
দখিন হাওয়া চোখ দুটিতে
     চুমিয়ে যেত সরে।


আঁধার চিরে আসতে তুমি
   ঘুমিয়ে যেতাম আমি
প্রেমের পরশ বুলিয়ে দিতে
    আকাশ থেকে নামি।


স্বপন মাঝে আসতে তুমি
    নিত্য ঘুমের ঘোরে
পালিয়ে যেতে আবার তুমি
    পাখি ডাকা ভোরে।


ঘুম ভাঙলে খুঁজি তোমায়
    শিউলি ঝরা প্রাতে
এবার তুমি হারিয়ে গেলে
    অমাবস্যা   রাতে।
     ---------------