সব  গাছে  সুন্দর  ফুল  ফোটেনা
         সব ফুলে মধু নিতে অলি ছোটেনা।
সব ফুল দিয়ে মালা গাঁথা যায়না
           সব  পাখি  সুমধুর  গান  গায়না।


সব  চাকে  সুমিষ্ট  মধু  হয়না
               সব নারী বিবাহিতা বধু হয়না।
প্রেমহীন হয়ে প্রেম পাওয়া যায়না
          সবার জীবনে প্রেম শোভা পায়না।


স্রোতস্বিনী নদী কারো বাঁধা মানেনা
            বড় প্রেম কেবলই কাছে টানেনা।
টাকা দিয়ে করো মন কেনা যায়না
           পাশাপাশি থাকলেই চেনা যায়না।


সত্যকে চাপা দিয়ে রাখা যায়না
            মিথ্যাকে পুঁজি করে বাঁচা যায়না।
ক্রোধকে চেপে রাখা পরাজয় বলেনা
   হিংসাকে পুষে রেখে সুখ চাওয়া চলেনা।