প্রভাতে কানন মাঝে
   ফুটে আছে ফুল
গোলাপ, টগর, বেলী
   জবা ও পারুল।


অলিদল ডানা মেলে
  ঘোরে বনে বনে।
মৌমাছি  ঘুরে  ফেরে
    মধু  আহরণে।


প্রজাপতি ফুলে ফুলে
      চুম্বন  আঁকে
ফুল  থেকে  ফুলরেনু
     অঙ্গেতে মাখে।


ফুল গুলি দোল খায়
  প্রভাত হাওয়ায়
পিপড়ায়  চুপি  চুপি
  মধু খেয়ে যায়।


ভ্রমরা   ফুল   থেকে
  বিষ  করে  পান
বিকসিত  ফুল  তার
  শোভা করে দান।


----------------