পাই না খুঁজে গাঁয়ের মাঝে
     আম কাঁঠালের বন
পাই না খুঁজে গাঁয়ের  বধুর
     আদর মাখা মন।


পাই না খুঁজে মাঠের মাঝে
     গাঁয়ের মেঠো পথ
পাই না  খুঁজে  পল্লী  বধুর
     নাকে সোনার নথ।


পাই না  খুঁজে  নদীর  মাঝে
      স্রোতের কলতান
পাই না খুঁজে নায়ের মাঝির
       ভাটিয়ালী গান।


পাই না খুঁজে রাখাল ছেলের
       মিষ্টি বাঁশির সুর
পাই না  খুঁজে   কল্প  কথার
     গল্পে পাতাল পুর।


পাই না খুঁজে  আমার গাঁয়ে
     প্রিয় গাঁয়ের মেলা
পাই না  খুঁজে  কাঁঠাল বনে
     লবণদাঁড়ি খেলা।


পাই না  খুঁজে  জারি  সারি
     যাত্রা গানের পালা
পাই না খুঁজে টিনের বাসন
    পোড়া মাটির থালা।


পাই না খুঁজে আলতা মাখা
       রঙিন পুটি মাছ
পাই না খুঁজে পালকি কাঁধে
      বেহারাদের নাচ।


সব  কিছু  আজ  স্মৃতি  শুধু
    ডিজিটাল এই দিনে
  তবুও  যেন  মনটা  বাঁধা
    সেই দিনেরই ঋণে।
----------------------