গ্রীষ্ম  আসে  রৌদ্র  খরায়
   চৈতি হাওয়ায় ভেসে
সবুজ  বৃক্ষ,  বন  বনানী
   জমিনে ওঠে হেসে।


কালবোশেখী রুদ্র থাবায়
   হানে যে অসুর বল
উপহার দেয় গ্রীষ্ম তাহার
   নানান স্বাদের ফল।


বর্ষা  আসে  রুক্ষ  ধরায়
     শীতল বৃষ্টি লয়ে
সবুজ শস্য কৃষকের মনে
    আনন্দ আনে বয়ে।


শরৎ আসে বর্ষার শেষে
  শুভ্র মেঘের ভেলায়
শিউলি ফুলের গন্ধ মাখা
  ফুলকলিদের মেলায়।


হেমন্ত আসে স্বর্ণালি বেশে
      নবান্ন মাঠে মাঠে
কৃষকের মন  ভরে খুশীতে
      ব্যস্ত সময় কাটে।


উত্তুরে বায়  ঘন কুয়াশায়
   শীতের কাঁপন বাড়ে
শীত  প্রকোপে দীন দুখীর
    অসহায় প্রাণ কাড়ে।


বসন্ত  আসে  শীতের শেষে
    দখিন হাওয়ায় দুলে
কুসুম কানন সুশোভিত হয়
     বাসন্তী ফুলে ফুলে।
      ---------------