রোজার মাঝে একটি রাতের
      হাজার মাসের মান
সেই  রাত্রিতে  নাযিল হলো
       পবিত্র  কোরআন।


রমজান মাসের শেষ দশকে
    একটি বিজোড় রাত
বান্দা  পাবে   পাপের  ক্ষমা
       করলে  ইবাদত।


নামাজ পড়ো  তসবি পড়ো
     করো তিলাওয়াত
তবেই  তুমি   পাবে  কেবল
      খোদার  রহমত।


ক্বদর  রাতে   কৃপা  খোদার
      বৃষ্টির মতো ঝরে
করুণা  তাঁর  পায়  যে  শুধু
      ইবাদত যে করে।


শবে  ক্বদর  পাবেন  যিনি
    মহান খোদার দান
সফল হবে জিন্দেগী তার
    তিনিই  পুণ্যবান।
----------------------