আমার এ কবিতাটি আসরের কবি বন্ধু শ.ম.শহীদ এর নামে উৎসর্গ করলাম-----------


সাঁঝের বেলা সাঁঝ আকাশে
                     রঙিন আলোর রেশ
সূর্য বিদায় নেওয়ার পরে
                   আলোর মিছিল শেষ।


সাঁঝের বেলা পাখির ডাকে
                         মুখরিত হয় বন
পাখিরা সব নীড়ের খোঁজে
                         উদাস করে মন।


বাঁশ বাগানের ভিতর থেকে
                  জোনাক জ্বালায় বাতি
ঝিঝি ফড়িং হরেক পোকা
                       ডেকে উঠে মাতি।


শরৎ রবি বিদায়ের পরে
                       অন্ধকার হয় ধরা
আকাশেতে জ্বালায় বাতি
                       বিন্দু বিন্দু তারা।


শরৎ  কালে চাঁদনী  রাতে
                    ফুল পরীদের মেলা
ফুলের বনে খেলে তারা
                   ঘুম ভাঙানোর খেলা।


হাসনা হেনা গন্ধ ঢালে
                       সারাটা রাত ধরি
ভালোবাসে সবাই তারে
                     হৃদয় উজাড় করি।