কাননে ফোটেনি কেয়া
                     ফুরালো বর্ষাকাল
গগনে উঠেছে রবি
                   লোহিত বরণ লাল।


নেই সেথা কালো মেঘ
                      নেই রুগ্ন আকাশ
বহিছে প্রভাতে শিশির সিক্ত
                     স্নিগ্ধ  মৃদু বাতাস।


শ্রাবণ শেষে শুভ্র বেশে
                   শরত এসেছে ধরায়
আকাশে দুলিছে একাদশী চাঁদ
              মিতালী করেছে তাঁরায়।


জেগেছি প্রভাতে কুসুম কুড়াতে
                  মালা গাঁথিবার  তরে
দেখিনু শিউলি অভিমান করে
                    লুটায়ে ধুলির পরে।


কহিলাম তারে, লাজুক দুলালী!
               আছে কি তোমার মনে?
তোমারে লইয়া রচিব মালা
                       অর্পিব প্রিয়জনে।


শিউলি যেন কত রাগ করে
                    ঘুমায়ে রয়েছে হায়
অবশেষে তারে দু'হাতে জড়ায়ে
                   মিনতি করেছি তায়।


ঝরা শিউলি কুড়ায়ে যতনে
                     ভরেছি পুষ্প ডালা
গাঁথিব এবার সুনিপুন হাতে
                  শিউলি ফুলের মালা।