মাতৃ ভাষা  বাংলা আমার
     জ্ঞানের ধ্রুব তারা
এই ভাষারই জন্য আমার
    হৃদয় পাগল পারা।


বাংলা আমার মুখের ভাষা
      লেখার ভাষা আর
বাংলা আমার গানের ভাষা
      ভাবের অলংকার।


মায়ের ভাষা বাংলা আমার
     বাবার ভাষাও তাই
এই ভাষাকে  আগলে বুকে
      শহীদ হলেন ভাই।


ভাই  হারা  এ  শুন্য  বুকে
    পেলাম মায়ের বুলি
বলতে পারো সেই ভাষাকে
      কেমন করে ভুলি?


রক্তে  ভেজা  বাংলা আমার
     সকল ভাষার সেরা
একুশ আমার বাংলা ভাষার
       স্মৃতি দিয়ে ঘেরা।