সুখ  পাখিটা  ধরতে  গিয়ে
      উড়াল দিল বনে
অশ্রু  ধারা  বইলো  চোখে
    লাগলো ব্যাথা মনে।


ফুলের  হাসি  কিনবো  বলে
     মনটা দিলাম দিয়ে
পেলাম শুধু কাঁটার আঘাত
      দুঃখ এলাম নিয়ে।


মণি  মুক্তা  আনবো  বলে
    সাগর দিলাম পাড়ি
বক্ষে  তাহার  ঊর্মি  মালা
   পাইনি সুখের বাড়ি।


প্রেম যমুনায় নাও ভাসালাম
      খুশীতে পাল তুলে
যার  কারণে  পাগল  ছিলাম
    সেও  তো গেল ভুলে।


সুখ  পাখিটা  ধরতে  গিয়ে
     নিজেই হলাম শেষ
দুখের মাঝেই সুখের ছোঁয়া
     রাম ধনুকের রেশ।


------------------------