তুমি  শুধু,  তুমি  নও
     তুমি দ্বিধা দ্বন্দ্ব
তুমি কুঁড়ি, তুমি ফুল
   তুমি তাতে গন্ধ।


তুমি বায়ু , তুমি ঝড়
     তুমি মেঘ বৃষ্টি
এই তুমি, মাঝে মাঝে
     কর অনাসৃষ্টি।


তুমি  নদী,  তুমি  জল
      বহ ধীর গতিতে
বাঁধা পেলে, ভেঙ্গে ফেল
     দ্বিধাহীন মতিতে।


তুমি তরু, তুমি ফল
    তুমি টক মিষ্টি
তুমি লাল, তুমি নীল
     অপরূপ সৃষ্টি।


তুমি  রবি, তুমি  শশী
    তুমি যে অাঁধার
এই   তুমি ,  বহুরূপী
    চেনা বড় ভার।
------------------