ভুল যদি কেউ নাইবা করে কিসের শিক্ষা শুরু,
জ্ঞানী-গুনী  বিজ্ঞজন  কিসের  শিক্ষাগুরু?


আদম হাওয়া ছাড়লো বেহেশ্ত ভুলই তার কারণ,
ভুল  যদি  করতে  যায়  শোনে  সে  বারণ।


ভুল করলো শাস্তি পেল কাঁদলো খোদার কাছে,
ভুল ভাঙলো শিক্ষা পেল অন্যায় তাদের আছে।


ভুল থেকে যে শিক্ষা হয় সেটাই খাঁটি শিক্ষা,
তার জন্য লাগে  নাকো জ্ঞানী গুনীর দীক্ষা।


ন্যাড়া  যদি বেল  তলাতে বেলের  আঘাত পায়,
ভুল করেও কি ন্যাড়া আবার বেল তলাতে যায়?


ভুল  করে কেউ  কষ্ট পেলে ব্যর্থ নাহি হয়,
ভুলের তরে সেই যে পরে ভুক্তভোগী হয়।


ভুল  করলেই  জ্ঞানী হব  এই কথাটি ভেবে,
ইচ্ছে করেই ভুল করোনা   দুঃখ পাবে তবে।


বারে বারে  মাথায় যদি   ঢোকে ভুলের পোকা,
এক ভুল যে দু'বার করে  সেই যে চরম বোকা।


শেখার  তরে  ভুল  করাটা  বলাই  বাহুল্যতা,
ভুলের মঝেই লুকিয়ে থাকে বাস্তব অভিজ্ঞতা।


তাইতো বলি, শুধরানো না ভুল-ই শেখার শুরু
যে যাই বলুক মানতে হবে  ভুল-ই শিক্ষা গুরু।
           -------------------------