মানুষ মানুষের দ্বারা নষ্ট হয়
জীবন জীবনের দ্বারা ক্ষয় হয়,


আর ভালবাসা-----
দুঃখের সমুদ্রে ভাসতে হয়,


মন প্রেমকে সাড়া দেয়,
প্রেম মনকে কাঁটা দেয়,
প্রতি ঘাটে-ঘাটে খুঁচা দেয়,


ভালবাসার একটি ঘাট পার করতে
প্রেম মনকে ক্ষণে-ক্ষণে আঘাত করে,
মনকে ব্যাথায় জালিয়ে-জালিয়ে পুরিয়ে ফেলে,
এ যেন---
আগুন্তক রশ্মির গোলা,
যা ঠিক আগুনের ওপর কোন এক কাঁচা দ্রব্য,
ছ্যাঁত ছাত করে পুরিয়ে ফেলে,
দ্রব্যটি বাষ্পাকারে নষ্ট হয়।


ঠিক প্রেমও মনকে বাষ্পাকারে
শেষ-নিশ্বেষ করে দেয়,


যা কখনো দেখা যায়না
যা কখনো বুঝা যায়না,
অন্য কেউ দেখতে পায়না
বুঝতেও পারেনা
বুঝার চেষ্টাও করেনা ।


একটি মানুষের মনকে
জালিয়ে পুরিয়ে তার জীবনকে
শেষ-নিশ্বেষ আংরা করেদেয়।


মানুষ মানুষের দ্বারা নষ্ট হয়
জীবন জীবনের দ্বারা ক্ষয় হয়।


ভালবাসা অতি ক্ষুদ্রাকার থেকে
অতি-বড়
কঠিন একটি রূপ ধারণ করে,


যেমন একটি ফুল থেকে বীজের সৃষ্টি করে
পরিপূর্ণ বৃক্ষে রূপান্তরিত হয়।
তেমনি হালকা ভাললাগা থেকে
ভালবাসার সৃষ্টি হয়ে
কঠিন আঘাত, দুঃখ, কষ্ট
আর যন্ত্রণার সৃষ্টি হয়।


আমিও ভালবাসতাম একজনকে,
এখনও ভালবাসি,
ভালবাসি-ভালবাসি
এখনও গভীর ভালবাসি তারে ।


জানিনা এখন কোথায় আছ তুমি,
কোন পদ্মারও ফুলে বসে
মধু পাণ করছ তুমি,
আমি আছি থাকব বোধয়
চিরকাল ভর,
অশীম কষ্টদায়ক আগুনে বুক পুরতে হয়।


এখনও আছি থাকব বোধয়
তুমি ছাড়া নিভানো খুবই ভয়
খুবই ভয় ।।
'তাইবলে কিন্তু আমার মনটা পুরা না,'