আকস্মিক অনুভূতি
লুকোনো কিছু কথা আজকে প্রকাশ পেতে চায়।
হারানো পুরোণো কথা কিছুর আবার মনের মাঝে ঠাঁই।
না বলতে চাইলেও আমি বলতে কেন অন্যোন্যপায়?
মনের গোপনীয়তাকে বিব্রত আমি করতে হত্যায়।
বারংবার দোলা মনের মাঝে শরীরের অন্তরাত্মায়।
তাইতো আমি গোপনীয়তাগুলোকে প্রকাশ্যে বোঝাতে যে চাই।
কিন্তু মনের কথায় সুপ্ত বাধ্য মস্তিষ্কের বাধায়।
চঞ্চল মন তাইতো উন্মত্ত মন মস্তিষ্কের ভারসাম্যহীনতায়।
আমার এ অদ্ভুত অনুভূতির আকৃতি ছান্দিকতায় প্রকাশ পায়।
মনের আলোড়নের কষ্ট মুক্তির আর যে উপায় নাই?