ছাত্রদের প্রতি


আজকে আবার তোমাদেরকে অবাক চোখে দেখি,
তোমাদের মতোই আমিও ছিলাম-অনুরূপে
পড়াশুনা শিখি।
তখন সময় আলাদা ছিল বছর দশেক আগের কথা,
আজকে আবার স্মৃতিচারণায় পেরোনো সময়ে
মন উদ্গ্রীব যথা।
আজকে আমি শিক্ষক তোমরা সকলেই আমার ছাত্র,
আমার শিক্ষা তোমাদের কাজে লাগুক সর্বত্র।
আমার শিক্ষা গুরুত্বহীন তোমাদের কাজে না লাগলে,
আমি গর্বিত হব তোমরা আমার শিক্ষণেই জাগলে।
তবে একটা কথা মনে রেখো ভাই ছাত্রাবস্থাই সেরা,
কমবয়সে কচি মন তোমাদের সর্বদা যে বাঁধনহারা।
আমার সময়ে আসলে পরে বুঝবে জীবনটা কত কঠিন?
পেশার জীবনে দায়িত্ব অনেক জীবন যে ছন্দবিহীন।
তাইতো বলি গুরুত্ব বোঝো এই সময়টুকুর কথা,
সময়টা এই পেরিয়ে গেলে ফিরে পাবে না তোমরা হেথা।
শিক্ষাগ্রহণে অস্থির হলে কি করে হবে ভায়া?
আসন্ন সময় কঠিনতর এড়াবে কি করে দায়িত্বের মায়া?
শিক্ষাগ্রহণে অস্থির না হয়ে আদর্শ হওয়ার চেষ্টা কর,
শিক্ষাকে গ্রহণ করলে পরেই জীবন প্রতিষ্ঠা পাবে বড়।
আনন্দ কর সুখে থাকো জীবনে প্রতিষ্ঠিত হও,
আমার আশীষে সর্বদা শুভেচ্ছা হয়ে রও।


*******************************আসিফ
(২৮/০৫/২০১৮)(কোচবিহার)