ভর দুপুরে বটের ছায়ায়
বাঁশি বাজায় বাঁশরিয়া,
মনের সুখে বাঁশির মাঝে
সুর তুলে যায় সে,সুরে সুরে ডাকে তারে
অাসতে তারে মনের পাড়ে
বসে ছিলি ঝিলের ধারে
খোলা কালো কেশে।


মনের মাঝে সুর তুলে সে
ডাকতে তারে থাকে,
বটের দেহে অশ্রু দিয়ে
তারি ছবি আঁকে।


সে কেনো আসেনা
মন কেনো হাসেনা
বসেনা আমার পাশে
আমার বুকে মাথা রাখি নিদ্রা যাবি তুই
বলেছিলি কসম করে
যখন তোকে ছুঁই।