সকাল হলেই হাল লয়ে
যায় মাঠে কৃষক,
রোদে পুরে, বৃষ্টিতে ভিজে
হাল চাষ করে নিছক।


দুপুর হলেই কৃষানীরা
ভাত লয়ে যায় মাঠে,
খাবার খেয়ে কাজ
করে আবার পথে,মাঠে,ঘাটে।


সোনার ফসল ফলায় তারা,
কষ্টে, রোদে ঘেমে,
তাই বলে কি ফসল চাষ
তাদের গেছে থেমে।


নবান্ন এলে জমে উঠে
পিঠা তৈরীর ধুম,
বাচ্চাদের তো পিঠার নেশায়
আসেনা তাদের ঘুম।


কেউ তাদের আপন ভাবেনা
সবাই ভাবে পর,
এমনি করে ভরে তাদের
ছোট্ট সুখের ঘর।