নীল আকাশে উড়ে পাখি
স্বপ্নে মেলে ডানা,
দিক দিগন্তে ছুটে বেড়ায়
উড়তে নেইকো মানা।


ইচ্ছে ছিল পাখির মত
উড়বো ডানা মেলে,
তোমার মাঝে হারিয়ে যাব
দেখবে দুচোখ খুলে।


পাখিরাতো স্বাধীনতার
স্বাদ পেয়েছে তাই,
গাছের ডালে থাকে ওরা
বাড়ি ঘরতো নাই।


সারাটি জনম তোমার
মাঝে হারিয়ে রব আমি,
খুজে খুজে কেউ পাবেনা
দেখবে শুধু তুমি।