সুখ সুখ করি কেটে গেল আমার
সারাটি জনম ভর,
সুখের দেখা নাহি পেলাম কভু
সবাই করল পর।


চেয়ে ছিলাম হারিয়ে যাব
সুখের অন্তরালে,
সুখ বলল হতভাগা তোর
সুখ আছে কি কপালে।


সারাটি জনম সুখের পেছনে
ছুটে চললাম আমি,
তাই বলে কি সুখের চলা
রয়েছে গো থামি।


বুকের মাঝে কষ্ট গুলোর
জমে গেছে ভীর,
পাব কি খুজে কখনো
সুখ সৃষ্টির নীড়।