মাঝে মধ্যে মনে হয়, টালমাটালে সবকিছু।
বিবেক,বুদ্ধি, জ্ঞানের অপব্যবহার ; সবাই দেখাচ্ছে ঘেচু।


মাঝে মধ্যে একটু ভাবি,ভাবতেই লাগে টালমাটাল
সবাই চায় রাজত্ব,কে আসল সবই তো জাল।


করার আছে অনেক, যাদের ক্ষমতা
শক্তিগুলো অপঘাত,টালমাটালে সবই বারতা।


টালমাটালে কে কি বলে খুঁজে পাই না
কোথায় বড় নেতা ?
সবাই স্বার্থে টালমাটাল,নিমের ডালে মিষ্টি,
আমজনতার জীবন এখন তেজপাতা।