জন্ম থেকে দেখি আমি আমার দেশের ছায়া ,
সমীর দোলায় গাছের পাতা শতেক রঙের কায়া  ।
নদীর কূলে বসে দেখি মাঝির নৌকা চলে ,
ভাটিয়ালি গানের সুরে মনটা দোলায় দোলে ।
কৃষকেরা ছুটে চলে লাঙ্গল কাঁধে নিয়ে ,
সবুজ মাঠে রাখাল চলে গান গেয়ে গেয়ে ।
সকাল-সন্ধ্যায় গান গেয়ে যায় আমার দেশের পাখি ,
হাজার তারার আলো জ্বলে আকাশ পানে দেখি ।
আমার দেশের মানুষ সবাই মাঠেরি কাজ করে ,
মাটির বুকে মাথা রেখে ঘুমায় অবসরে ।
মুসলমানের মসজিদে মধুর আযান সাজে ,
হিন্দু ভাইয়ের মন্দিরে পূজার ঘন্টি বাজে ।
শহরে আর গ্রামে যত লোকের বাস ,
বাংলা ভাষায় কথা বলি সবাই বারো মাস ।
নানান রঙের ফুলে ফলে গড়া আমার দেশ ,
ছয় ঋতুতে দেখি সবি দেখার তো নাই শেষ ।
এমন সুন্দর দেশে যদি থাকতে মোরা চাই ,
মায়ের কসম নিয়ে সবাই দেশটি ভালো চালাই ।
আল্লাহ তোমায় ডাকি সদাই মনে আর প্রানে
মরিতে চাই না মক্কা-মদিনায় মরিতে চাই বাংলায় ,
আমার কবরখানা দিসরে ভাই সোনার বাংলায় ।