ধূমপান কেন চান রোগে দুখে যাবে প্রাণ,
দন্তক্ষয় যক্ষা কেড়ে নেবে মোদের জান।


            ছোট বড় সবাই মোরা
             ধুমপানে হচ্ছি জর্জরি,
             পান করছি ধূয়ার বায়ু
             সিগারেট আর বিড়ি।
চুরূট বিড়ির ধূয়া নেয় মুখে যে চুষে,
ক্ষতি করে মারাত্মক দেহে গিয়ে ফুসফুসে।


            ধূমপান করলে হবে তার
            গ্যাস্ট্রিক আলসার,
            মৃত্যু পথে টেনে নেবে
            শীঘ্রই ক্যান্সার
এক টান দুই টান তিন টানে নেশা,
দিনে দিনে ধূমপানে হয়ে যায় পেশা।


           ধূমপান করলে মোদের
           জীবন হবে কুফল,
           যত দিন বেঁচে থাকি
           হবে না তার সুফল।
সিগারেট আর বিড়ি থেকে হয় যে ক্ষান্ত,
তার জীবন হবে অনেক শান্ত।


         হে কবিতা চলে যাও
         ধূমপায়ীদের কাছে,
         টেকনাফ থেকে তেতুলিয়া নয়
         সারা বিশ্বের মাঝে।