তুমি ভবঘুরে নহে তুমি বাংলার মহীয়সী বিশ্বজুড়ে,
তব শির উঠাও -- উঠাও নহে নত করে ।
তুমি বিধাতার সৃষ্টি অদ্রিমা ,
নতজানু কেন তুমি বাংলার দীক্ষিমা।


তুমি কুলাঙ্গার নও --তুমি অঙ্গার ।
তব রিপু নিঃশ্বাসে পুড়ে করো ছারখার ।
তোমার অস্ত্রের ঝনঝনানি --
বাজুক আরো মৌলতার কানে
গুড়িয়ে দাও ওদের জ্বালিয়ে দাও
যেন ওদের চৌদ্দগুষ্টি জানে ।


হে প্রবাসিনী তব চির শত্রু মোকাবেলা করো ,
নরম হাত গরম করে অগ্নিকুড়াল মাথায় মারো ।
তুমি দাঁতে দাঁত রেখে বলো আমি বাংলার নারী,
অশান্ত হৃদয়ে শান্ত মনে প্রশান্ত মহাসাগর দেবো পাড়ি ।


মৃতদেহ তোমার জানাজা হবে বাংলার মাটিতে নিশ্চিত,
মুখ থাকবে আকাশের দিকে কেবলার দিকে নয় কিঞ্চিৎ।
মৃতদেহ দান বাংলার অপমান সইবেনা বাংলার জনগণ,
মৃতদেহ তোমার শীতলপাটি বাংলার মাটিতে হইবে দাফন।


তুমি সাম্যের কথা তুলে ধরো বিশ্ব প্রভুর কাছে,
মুখ রাখো আকাশের দিকে বিশ্ব প্রভু চেয়ে আছে।
স্বাগতম স্বাগতম তসলিমা নাসরিন
তোমার দেশ তোমার দেশ,
তুমি আসিবে যখন ধ্বনিবে তখন
শুভ প্রভাত বাংলাদেশ ।