[মহান বিপ্লবী চে'র ৫০ তম মৃত্যুবার্ষিকীতে তাঁকে উৎসর্গ করে]


১৪ জুন ১৯২৮
রোসারিও
একটি বিপ্লবের জন্ম।


একজন চে
একটি অভ্যুত্থান
একটি ইতিহাস।


রোসারিও থেকে লা হিগুয়েরা
একটি অক্লান্ত মহাদেশব্যাপী
আন্দিজের পথচলা।


চে
একটি উদিত সূর্য
আটলান্টিক থেকে প্যাসিফিক
সমকিরণে ভাস্বর একটি নক্ষত্র।


সমর-সাহিত্য-সংস্কৃতি
বিপ্লব আন্দোলন কিংবা সেবায়
চে
একটি আদর্শ,একটি নাম।


কৈশোরের দুরন্তপনায়
পাহাড়-পর্বত-পারাবার
গুয়েতেমালা,লাতিন দেশের
পরতে পরতে মানবতা
চষা একনপ্রাণ।


চে
বুয়েন্স আয়ারসের
একটি মেধাবী নাম।
একটি মানবন্মুখ
দেশের নাম।


চে
একটি স্প্যানিশ সিভিল ওয়ার।
একটি আইরিশ বিপ্লবের নাম।
লাতিন আমেরিকার আরেক বলিভার
অ্যালেডিয়া-হিলদার প্রিয় যৌবন।


একজন চে
ঔপনিবেশিক সন্ত্রাসী,পুঁজিবাদী
সাম্রাজ্যবাদের আতঙ্কের একটি নাম।
গুজমানের বিশ্বে বিপ্লবের কারখানা
লা-পাজের মাথাউচুঁ পর্বতচূড়া।


চে
মেক্সিকো সিটির অলিতে-গলিতে
একটি প্রেম,একজন ক্যাস্ত্রো।
বাতিস্তার বাস্তিলে অপরাজেয়- সমরনায়ক
গ্রানমার গেরিলা
বিপ্লবের ফায়ারিং স্কোয়াড।


চে
একটি বিশ্বজনীন মনন
লা হাভানার শিল্পবিপ্লবী
বিশ্ব পর্যটক
পিগ সাগরের ক্ষেপণাস্ত্র।


চে
একটি বিশ্বসংস্কৃতি
আটলান্টিকের বাতিঘর
কঙ্গো-কিনসাসার কালো জঙ্গলে
আলজিয়ার্স,আলবেনিয়া,ঈজিপ্ট
কিংবা সাংহাই,পিটার্সবাগের
পথে-প্রান্তরে
একটি সুদূরপ্রসারী সংগ্রাম।


চে
একটি ২৬ শে জুলাই
সিয়েরা মস্ত্রার মস্তিষ্ক।
আফ্রিকার নিপীড়িতের কন্ঠ
দার-এস-সালামের দুয়ার।


চে
অ্যাকুয়াঙ্কাগুয়ার মাচু-পিচ্চু
যুগ-সন্ধিক্ষণের লুমুম্বা-লেলিন
মার্কস-শ্যাভেজ।
এঙ্গেলস-মাও
কমরেড হো চি মিন।


চে
একটি জলপাই পোশাক।
নেরুদা,কিটস,কাম্যুর চুরোট
সাত্রে-হুইটম্যানের হিরো।
দ্যা লাস্ট ডিক্লারেশন অব হাভানা।


চে
একটি পোতাশ্রয়
হাজারো জাহাজের ঘাটি
বিশ্ব মানবসত্তার
ঐক্য ও সংহতি।


৯ অক্টোবর ১৯৬৭
লা হিগুয়েরা,মাউন্টেন ড্রাই ফরেস্ট
৯টি গুলি,একটি শিক্ষাগার
একটি বিশ্বজনীন বিপ্লবের
অনির্বাণ শিখা।


চে
একটি ভ্যালেগ্রান্দে
হাজারো সভ্যতার আশ্রয়স্থল
বুভূক্ষু জনতার চিরজাগরুক
চির উন্নত উদ্যমী
উগ্র শির।


আর্নেস্তো চে গুয়েভারা
আজো তোমায় স্মরি
শ্রদ্ধায়,মননে বিপ্লবে
নিপীড়িত জনতার কাছে
তোমার যে বেশি প্রয়োজন।


চে
নেমে আস্ আমাদের
প্রতিটি যুবকের মাঝে।


কক্সবাজার
৯ অক্টোবর ২০১৭ ইং