আমার দেশ
বহুকাল ধরে বিবর্তিত স্বদেশ।
বিজন্ম,বিবর্ণ,লক্ষণে-বিলক্ষণে,
দাঁড়িয়ে যুগের সন্ধিক্ষণে।


সেইসব পাল,রাম,লক্ষণ হতে
খিলজী,কায়কাউস।
ডান-বাম-মধ্য,চরমে-নরমে
ভরা এই স্বদেশ।


আমার দেশ আর্য-অনার্যে,দ্রাবিড়ে-মঙ্গোলে
কৃষ্ঞ-শুভ্র,বাবরে-আফগানে
ভরপুর এই দেশ।
আমার প্রিয় স্বদেশ।


আমার দেশ
সিন্ধু,গঙ্গা-যমুনার দেশ।
পদ্মা-ভাগীরথীর দেশ।


আমার দেশ
পাহাড়,পর্বত,গিরিগুহা
শৈল শিরার দেশ।


আমার দেশ
দুর্জেয়,দুঃসাধ্যের হাতছানি
হরিকেল সমতটের দেশ।


আমার দেশ
আউলে-বাউলে,জারি সারির দেশ।
সুরমা,কুশিয়ারা,আড়িয়ালখার দেশ।


আমার দেশ
হুমায়ুন,শাহজাহান,শাহ সুজার দেশ।
প্রিয় স্বদেশ।


আমার দেশ
ভাসানী,শের,বঙ্গবন্ধুর দেশ
প্রিয় বাংলাদেশ।


কক্সবাজার
ফেব্রুয়ারি ২৮,২০১৬ খ্রিস্টাব্দ