গাছে ডাকে কোকিল, ফুটেছে কৃষ্ণচূরা।
লালে লালে ভরে গেছে ঝোপের আড়ালের গাছটা।
সুমধুর কন্ঠে কোকিলের কুহুকুহু ডাক।
অবাক হয়ে রই তাকিয়ে!
এসেছে বসন্ত এই ফ্লাগুন চৈত্রে।

বসন্ত এসেছে তাই কোকিল এসেছে গায়!
শোনা যায় কুহু ডাক, হৃদয়ে দেয় দোলা।
চোখ জুড়ানো প্রকৃতি,,আর প্রাণ দোলানো বাতাস।
বসন্ত এসেছে,, বসন্ত এসেছে তারই খবর দেয়।

বসন্ত এসেছে ফ্লাগুন চৈত্রে।
শীতের শিশির ভেজা পথে।
বসন্ত এসেছে সজীব করতে।
শ্যামল এই দেশকে।
কোকিল তাই গাহি গান মনের সুখে!
শ্যামল দেশটি ভরে উঠে ফুলে ফুলে।

বসন্ত এসেছে গায়,,,, মেঠো পথ দিয়ে রাঙ্গা চরণ ফেলে।
তাই তো কৃষচূরায় ভরেছে গাছটি লালে লালে।
পাখিদের বিচরণে,,, ভরে যায় বুক।
শ্যামল এই দেশে বারে বারে আসুক বসন্ত।