আজ আকাশ তারায় ভরা,,,
জোৎন্সা উঠানে মাখা!
দাদু আমার কই লুকিয়েছিস,,,
বুকের পাচড় ফাঁকা!

শূন্য কোল করিশ পূর্ণ!
হতচ্ছাড়া বলবো তোকে?
ছোট দুহাত দিয়ে সাজিয়ে দিশ মোরে!

গপ্পো আজ জমিয়ে দিবো,
চাঁদের আলোয় মাঝে,,
চাঁদের বুড়ি গপ্পো করবে,
ছুটে আয় তারাতাড়ি,,,,
দুদ ভাতের গপ্পো শুনবি!
নাকি শুনবি অন্য কিছু?

মা আর বকবে না ভাই,,,,,
লুকিয়ে তুই থাকিস না তায়,,,
গপ্পো করবো সারারাতি!
জোৎন্সা এসে কোল গেল ভরি,,,,
ছুটে আয় তারাতাড়ি?

লুকিয়ে আর থাকিস না দাদুভাই,
চোখের নয়নমনি,,,,
আজ সারারাত করবো গপ্পো,
সুয়োরানি-দুয়োরানির!!

চাঁদের বুড়ি,,,, দেখ চেয়ে,
গপ্পো করবে এসে!
দাদু আমার লুকিয়ে গেছে,
আসল ঠিকানার মাঝে!।

দাদু আমার বড্ড সেয়ানা লুকিয়েছে একা!
আমায় নিবি না দাদুভাই,,,, আমিও যে যেতে চাই

কোল করে খালি,,,,,, ধরবে না আর আড়ি!
গপ্পোর মাঝে প্রশ্ন তুলবে না বোঝি!
দাদু আমার লুকিয়ে গেছে সত্যি!

তারপর,, তারপর বলে আর করবে  না হানাহানি,
গপ্পো শুনবে বলে আসবে না ছুটে কোলের কাছে,,,

মসজিদের ঐ পিছনের জমিতে ঘুমিয়ে আছিশ দাদুভাই,,,,,
কোল যে আমার ভরে নারে দাদু,,,,,,,
খাঁখাঁ করে শুধু,,,,,
জোৎন্সা ভরা উঠানটুকু শূন্যতায় ভরা,,,
নারকেল গাছের চাঁদ টাও মেঘে পড়েছে ঢাকা!

শূন্য কোল,,, শূন্য উঠান অন্ধকার নামে চোখে!
দাদুভাই  আমিও আসছি দেখ চেয়ে!

(বি.দ্রঃ পরর্বর্তী তে পরিবর্তন হতে পারে)