যে নামাজ পড়ে মন দিয়ে,,,
আল্লাহ থাকে তার সর্ব অঙ্গে,,,,
আল্লাহর প্রেম থাকলে হৃদয়ে,
সেজদা দেওয়ার আগে আমার আল্লায় সাড়া দেয় এসে!


থাকিলে প্রেম আল্লার সনে,,
দয়াবান খোদা সারা দিবেন এসে,,,
ইমানি বিশ্বাস রাখলে অটুট মনে ,,,
আহারে আল্লা প্রেমী বলে তারে,,,
নামাজ,, রোজা যার সঙ্গের সাথী,,,
হয় নারে কোনদিন সে পাপী,,,

ডাকার মতো ডাকলে তারে,,,,,,,,,
কেমনে সে থাকবে বসে?
সারা দিবেন নিজে এসে,,
যেমন করে সারা দিছেন,,,
নবী রাসূলদের!