কি গান গাইবো বলো আজ এ মঞ্চে?
স্তব্ধ হয়ে ক্লান্ত বোধ হয় এই দেহ!
গলা আমার যাচ্ছে শুকিয়ে!
পানির পিপাসায় নয়রে!


বিষাধে আজ অশান্তির ছায়া মনে দিয়েছে সারা!
কি গান গাইবো বলো?
জনতা করছে যে ভীষণ প্রতিক্ষা।।

সূর্য টাও আজ ভয়ে যাচ্ছে গগন তলে!
উঁকি দিয়ে উঠে কিছু সময় পড়ে!
এই ভাবে চললে বলে,কি গান আসে মুখে?
সুরের আজ অভাব হয়েছে দর্শক ভরা মাঠে!


জনতা আজ বিক্ষোভে মরে!
একটি গান শুনবে বলে।
আশা জুগাবে কে বা তাদের?
অশান্তির ছায়া আজ সর্বজনের!


মন তাই করে প্রত্যাশা,,,, পাবে কি কোনো দিশা!
নদীর কূলে আজ নৌকা ছাড়া!
পাড় হতে কি পারবো নৌকাবিনা!
যদি মাঝ নদীতে গিয়ে যাই তলিয়ে!
তাহলে তো ভালোই হবে ঘুমাবো নিজমগ্নে!


আবার ও ভাবি,
এদিকে এই স্বার্থপর জনতার কি হবে?


🌾🌾###২##🌾🌾🌾🌾🌾🌾🌾


আকাশে আজ কালো মেঘ,,,,
বজ্রপাত  তার মনের আশা,,,,,
হৃদয়ে আজ  মৃত্যুর কামনা!
কিছু ব্যাথ্যা সহে যাই একা নিরালয় !


বৃষ্টি আসুক নয়ন তলে,,,,,,,
আমার কি দোষ তাতে!
আমি তো চেয়েছি বলো কিছুকাল বাঁচতে!

কেউ কি নাই এ ভুবন মাঝে?
আমার সুরে তাল মিলিয়ে শান্তনা দিবে দর্শকদিগে,,,,,
আমি আজ হার মানি,,,, হয়তো জীবনের গল্প!


নিঃ শ্বাস আজ তার প্রতিক্ষা,,,
কেউ বা ধরবে সুর,,,,,মনের অজান্তে,,,,


নিজ স্বার্থে আজ বিশ্ব করে জয়!
অপরের মহিমায় তার কিছু নাহি চায় !


আমি আজ ক্লান্ত নয় হয়তো স্তব্ধ,,
মুখের ভাষা হারিয়ে আজ আমি বৃদ্ধ!
তোরা কেউ মিথ্যা আশা দিশ না ওরে!
তাহলে আমার কষ্ট হবে মনের ভিতর আরো!


অকালে আমার আজ,,
বিরহের সুর তাও নাহি বাজে!
যাচ্ছে ডুবে নতুন  সূর্য অন্ধকার আলোয়ে!


ধন্য তার জীবন হায়রে ধনীর দুলালী যেজন!
মনের আশা পূরণ হয়,,,,,,
ব্যাক্ত করা বারণ গরীব হয় যেজন!


আজ এই মঞ্চে দেখো তাকিয়ে!
হতবাক হয়ে তাকিয়ে রয়ছে কিছু লোক নিঃ স্বার্থে!
তবুও তাদের স্বার্থ আছে!
কে বলে নিঃ স্বার্থ?
স্বার্থে ছাড়া কি পৃথিবী চলে,,,,,,,,
হয়ে যাবে অলস্য!


একটি গান শুনবে বলে অভুক্ত জনতা!
নতুন সুর বাজে না আর!
গলায় যে আমার কান্না!

হয়তো মুখ ভরা হাসি আর চোখের ভাষায় ভালো!
ভিতর টা যার সেই জানে অকালে হলে মরণ!


হাসি গুলোও হয় যে পুরণ কান্নার অন্তরালে!
সব মিলিয়ে ভালো আছি আমি নিরালয়ে!
দর্শক দেখে তাই করে সমালোচনা!
তাদের কষ্টের অপেক্ষা বোঝি এই অবুঝ করে না!


আজ গলিতে গলিতে হাতরে মরে,,,
সঠিক ভিক্ষারী কয়জনা,,,
আমি আজ স্বার্থের বিবাগী,,,,,,
দেখি কয়জনে দেয় ভিক্ষাবৃতি!


আমি আজ বিক্ষোভ এ মরি,,,
অন্তরালে হারিয়ে ফেলছি,,,,,
অজানা অন্য গান,,,,,,,
আজ এ মঞ্চে হয়তো হতে হবে ঘোর অপমান!


বিশাদে আজ মনে মনে জপি!
কেউ আসো আজ মরনের দূত হয়ে,,,
নয়তো বাচাও এই হতোভাগারে!


আমি আজ বোবা হলাম!
কন্ঠ থাকিতেও নিজের!
কান্নায় আজ গলা বন্ধ,,,,,,,
গান যে আসে না মুখে!


তবুও আজ ঠোঁট ভরা হাসি,,,,,
আর ছলোছলো চাহনি!
দর্শকের কি মন গলাতে পারবে,,,
এই এক জোড়া নয়ন মনি!


বোঝিবে কি ভিতরের যন্ত্রণা,,,
নাকি না বোঝেও ব্যাক্ত করবে মনের বাসনা!
🥺😳🥺😳🥺🥺😳🥺🥺😳😳🥺🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿##৩******🌿🌾🌾🌾🌾🌾🌿🌿🌿


বেদনার গ্লানি ভেদে আজ,
একটু বায়ুনীড়ে হাঁটি!
হাওয়ায় দোল খেলানো ঘাস গুলো!
মিছে করছে নাচানাচি!


হয়তো তার ইহাতেই শান্তি,,,,
বেদনার নীরে একটু প্রশান্তি!


বৃক্ষরাজিও বলতে চায় না কথা বায়ুর সুরে,,,,,,
তাল মিলেয়ে টেউ দেয় না পুকুরের চলে!


পাখিরাও আজ বড্ড চুপ,,,,
হারিয়ে গেছে অজানায়,,,,,
আমি এক অবুঝ শিল্পী বসে আছি মঞ্চের কিনারায়!


ভয়ে ভয়ে দুর্দশা মোর!
#####4########
কিছু হাসি থাক না রয়ে ঠৌটের মাঝে,,,,
কিছু কথা নাই বা হলো বলা,
থাক না বাকরুদ্ধ,,,।
কিছু সময় হই একা,,,,
হোক না নিরালায়,,,,


সব সময়  যে একি রুটিনে চলতে হবে,,,
এর কি কোন মানে আছে,,,,
থাকি না আজ একটু চুপ করে বসে,,,
প্রতিদিন ই তো হয় বলা কত অকথা,,,,


একি ভাবে কি যায় পথ চলা,,,
মন যে আমার একেবারে ভোলা,,,
ভুল করি মাঝেসাঝে,,,,
নতুন কিছু সৃষ্টির আহ্বানে,,,
হোক না সে ভুল,,,, ক্ষতি কি তাতে?
যে ভুল শিক্ষা দিবে নতুন কিছু!
  
যে বিপদ আসে আন্তবিশ্বাসি করতে!
আসুক না সে বিপদ জীবনে বারেবার।
যে বিপদ কষ্ট করে চলতে শিখাইবে,,,
একা পথ চলা,,,,
আসুক না সে বিপদ হয়তো হবে মানুষ চেনা!


কত কিছু ভাবি,,, থাকি যদি নির্জনে,,!
কত সত্য কাহিনী দেখি চোখে,,,,,,
কল্পনাতে বীর বেশে কত কাজ করি শেষে,,,,
তাতেই আনন্দ পাই যদি,,,,
থাকি না আর একটু একা বসি.।।

নির্জনে গা ছম ছম করে ভয়ে,,,,
হোক না সে ভয়!
যদি সেথায় সাহসের যোগান দেয়,,,,।


###5*৳-**
তবুও বকের মাঝে হৃদয়টা কাপে থরোবিথর!
ভয়ে আকতরে কাদে ভিতর নিশ্চয়!
বাহিরে যতোই হাসি না ক্যান?
জনতার সামনে!
মনটা আমার কেদে মরে ভিতরে!


আমার আজ কিছু বলার নেই!
শুধু আছে শোনার!
তাই তো আমি নিচুপ হয়ে এক কণার!


আশা রাখি মনে শান্তির প্রহশণে!
নিরাশ হবে না এ মঞ্চে!
গান নাই বা বলি সুরে সুরে!


বিক্ষোভ আজ মনের ভিতর  করছে বাসনা!
অকালে কি মরণ হবে!
মনের চিন্তা ভাবণা.


নিজ মগ্নে শুভ লগ্নে,,,,,,
হয়তো চলে যাবো চিরতরে!
বাঁধিবে আমায় মায়ার ডরে!
ব্যার্থ হবো নিজ কর্মে!


*&সংক্ষিপ্ত *&
(পরের অংশ পড়তে চায়লে জানান)