এই আনমনে শহরটা বড্ড অচেনা,,,
ক্ষনে ক্ষনে চিনি আবার ক্ষনে ক্ষনে চিনি না!
আপন লাগে নিজেকে বাচতে ইচ্ছা করে!
হঠাৎ করে কি যেন হয়!
যেন যাই মরে!

এই আনমনে শহরটা বড্ড অচেনা,,,,
ক্ষনে ক্ষনে ভাবি একাকি বাঁচবো আমি!
শুধু তাও পারি না,,,, শহরটা বড্ড অচেনা!

কেবা চায় ভালো কে বা মন্দ!
মুখ দেখে কি আর যায় মানুষ চেনা!
উপরে উপরে সবাই কাঁচা সোনা!
ভিতরে ক্ষুধার্ত হায়না এক একটা!