#কিছু কিছু কথা কাউকে বলা যায় না!
আর বলাটা উচিৎও নয়!

#কিছু কিছু প্রশ্নের উওর জানা থাকলেও দিতে হয় না!

#যদি একের মন্দের জন্য দুয়ের ভালো হয়,
তবে সে মন্দ মন্দ নয়!

#সব যুদ্ধে জিততে নেই,,, কিছু কিছু যুদ্ধে হারার মাঝেই প্রকৃত জিত থাকে!

#কখনো কাউকে ওতোটাও বিশ্বাস করতে নেই,, যতোটা করলে নিজের ক্ষতি হবে!

#বর্তমানে যে প্রশ্নের উওর থাকে না তা অতীত আর ভবিষ্যতে  পাওয়া যায়!

# সবাইকে দিয়ে সব কাজ কখনো হয় না!

# কাউকে  এতটা আঘাত দিও না যে,,তোমায় ঘৃণা করা শুরু করে!

# কারো বিশ্বাস একাধিকবার ভাঙ্গা উচিত নয়!

#  কথার মর্যাদা রেখো!

# ভালো ছড়িয়ে দাও আর মন্দ হলে নিজের কাছেই রেখে দাও!

#নিজের চিন্তা দিয়ে ভদবো অন্যের চিন্তা মিলিয়ে নিও!