আমার মায়ের মুখটি,  আজো ভাষে আমার  চোখে!
আমার মায়ের কথাগুলো বাজে আজো  কানে!

আমার মায়ের আঁচলের  উষ্ণতা আমার মনে পরে!
কোলের মাঝে শুইয়ে মা দোল যে দিত পায়ে!
সেই দোলনীর তালে তালে কত ছড়া হয়তো কওয়া !

আমার মায়ের শরীরের ঘ্রাণ, হাজারে সুবাসের সেরা!
আমার মায়ের কাপড়ের রং সবার চেয়ে আলাদা!
শত লোকের মধ্যে তাই তো তারে চিনি, তিনিই আমার মা!

মায়ের মুখে শত কবিতা আর গান,,, নিতো আমায় ঘুমের দেশে!
স্বপ্ন সেথায় বিলীয়ে দিতো রাঙ্গা ঠোঁটের হাসি!


আজ ঘুমের দেশটা চিন্তায় ভরা মা,, তুমি নেই কাছে!
শত আবদার বলো মা মিটায় কারে দিয়ে!
হাজার কথা মনে পড়ে মা,,, তোমায় রাখি মনে!
তুমি আছো সর্বচ্চ মনের সিংহাসনে!